পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মোখলেছুর রহমান

2 hours ago 4

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক (আরকাইভস) মোখলেছুর রহমান। 

গত ২৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের বিশেষ সভায় এবং ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় মোখলেছুর রহমানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশে আরকাইভিং পদ্ধতির উদ্ভব ও বিকাশ : নথি ব্যবস্থাপনায় শ্রেণিকরণ ও নিষ্পত্তিকরণ পদ্ধতির স্বরূপ অনুসন্ধান’। মোখলেছুর রহমানের গবেষণা তত্ত্ববধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী। 

মোখলেছুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক (সম্মান) ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। 
           
মোখলেছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সুলতান আলী গাজী ও মাতার নাম আনোয়ারা খাতুন। তিনি চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। 
 

Read Entire Article