পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে যা বললেন এমবাপে

3 months ago 10

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় সাবেক তারকা কিলিয়ান এমবাপে ক্লাবটিকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয় নিয়ে ট্রফি জয় করে। এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই এমন দুর্দান্ত সাফল্য এলো।

পিএসজির শিরোপা জেতায় এমবাপে কেমন প্রতিক্রিয়া দেখান, সেটি দেখার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। তবে কৌতূহলী ভক্তদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ক্লাবটির শিরোপা জয়ের কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপে।

ইনস্টাগ্রামে এক পোস্টে এমবাপে লেখেন, ‘অবশেষে সেই বড় দিনটি এসে গেছে। একটি পুরো ক্লাবের স্টাইলে বিজয়। অভিনন্দন, পিএসজি।’

পিএসজির হয়ে ৬ মৌসুমে ছয়টি লিগ ওয়ান শিরোপা, চারটি কুপ দ্য ফ্রান্স ও দুটি কুপ দে লা লিগ শিরোপা জিতলেও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি এনে দিতে পারেননি এমবাপে।

পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি বলে রিয়ালে চলে যান এমবাপে। তবে স্প্যানিশ ক্লাবটিতে প্রথম মৌসুমটা ভালো হয়নি এমবাপের।কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেন তার দল রিয়াল।

এমবাপে বর্তমানে পিএসজির সঙ্গে একটি আইনি লড়াইয়েও জড়িয়ে আছেন। ২৬ বছর বয়সী এই তারকা দাবি করছেন, ক্লাবটি তার বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো (৬২ মিলিয়ন ডলার) এখনও পরিশোধ করেনি।

পিএসজিতে ছয় মৌসুমে ৮২টি গোল করা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও তার সাবেক ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’।

নেইমারের করা পোস্টে দেখা যায়, পিএসজি অধিনায়ক মার্কুইহোস চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরছেন, সঙ্গে পাঁচটি হাততালি ইমোজি।

এমএইচ/

Read Entire Article