পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দম্পতির

2 hours ago 4

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরগঞ্জের উচাখিলার দিকে যাওয়ার পথে হরিপুর বেপারী পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সাজেদা খাতুন, নাতি নাঈম ও অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা খাতুনকেও মৃত ঘোষণা করেন।

নিহত এবাদুলের চাচাতো ভাই ফারুক মণ্ডল জানান, ভালুকার হবিরবাড়ি এলাকার একটি কটন মিলে চাকরি করতেন এবাদুল হক। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হরিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

Read Entire Article