পিকনিকের লঞ্চে হামলা: প্রতিবাদে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

1 month ago 8

কিশোরগঞ্জের ভৈরবে পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ আগস্ট ভৈরব শহরের কমলপুর এলাকাবাসী ভৈরব বাজার লঞ্চঘাট থেকে একটি লঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পিকনিকের জন্য রওনা দেন। পথিমধ্যে নরসিংদী জেলার রায়পুরার মেঘনা নদী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত স্পিডবোটে এসে পিকনিকের লঞ্চে অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় লঞ্চে থাকা লোকজনের ওপর গুলি ছোড়ে তারা। পরবর্তীতে হামলাকারীরা লঞ্চে উঠে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ সাউন্ড সিস্টেমের সরঞ্জাম ও দুটি সাউন্ডবক্স লুট করে নিয়ে যায়।

কমলপুর এলাকার ব্যবসায়ী শাহারিয়ার জিসান বলেন, ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বালু মহালের সঙ্গে জড়িত ও হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শরীফুল হক জয়, ব্যবসায়ী শাহারিয়ার জিসান, নাদিম জামান, সুমন আহমেদ ও বাদল মিয়া প্রমুখ।

রাজীবুল হাসান/এফএ/জেআইএম

Read Entire Article