পিছিয়ে গেল বাংলাদেশে কাবিশের কনসার্ট

4 hours ago 6

আগেই জানা গিয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাবিশ আসছে বাংলাদেশে। ব্লুব্রিক কমিউনিকেশনসের আয়োজনে এ বছরের ১০ ও ১১ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করার কথা ছিল দলটির। তবে শেষ মূহূর্তে কনসার্টটি পিছিয়ে নেওয়া হয়। কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে জাননো হয়, কাবিশের ঢাকা কনসার্টের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ও ২৫ জানুয়ারি।

এক ঘোষণার মাধ্যমে এটি জানানো হয়। এই শীতে, কাভিশ এবং তার প্রাণময় সুর আপনাদের অন্য এক ভুবনে নিয়ে যেতে ঢাকায় আসছে। কারণবশত আমাদের আগের তারিখ পরিবর্তন হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালোবাসা পাব।


এরই মধ্যে টিকিটভাই নামের একটি অনলাইন টিকিট প্ল্যাটফর্মে এর টিকিট ছাড়া হয়েছে। টানা দুই দিনের এই কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করবেন কাভিশ, বাংলাদেশি ব্যান্ড লেভেল ফাইভ ও শূন্য।

প্রথম দিনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৪ হাজার টাকা।

দ্বিতীয় দিনের টিকিট মূল্য একই থাকলেও এদিন কাভিশের সঙ্গে মঞ্চ মাতাবেন আরমিন মুসা, অর্ণব ও সুনিধি নায়েক।
 

Read Entire Article