প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচে আবাহনী লিমিটেডকে হারের শঙ্কা পেয়ে বসেছিল। শুরুর দিকে ইয়ংমেন্স ফকিরেরপুল গোল করে লিড নেয়। ৩৮ মিনিট পরযন্ত এগিয়েও থাকে। কিন্তু আকাশি-নীল জার্সিধারিরা এরপরই শঙ্কা উড়িয়ে নিজেদের পারফরম্যান্স দেখাতে থাকে। ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোলও পায় তারা। শেষপরযন্ত এনামুল গাজীর জোড়ায় ৬-১ গোলে ইয়ংমেন্সকে হারিয়ে দারুণ শুরু করেছে মারুফুল হকের দল।
শনিবার কুমিল্লার... বিস্তারিত