প্রথমবারের মতো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ উৎসব হয়।
ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন, লটকন, করমচা, সফেদা, কামরাঙ্গা, কাউফল ও ডেউয়াসহ প্রায় ৭০ প্রজাতির দেশী ফলের সমাহার ছিল।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন। সবার সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।
গণিত বিভাগের শিক্ষার্থী নাওমি নাওয়ার বলেন, এই উৎসবের মাধ্যমে ফলের অনেক উপকারিতা সম্পর্কে আমরা জানতে পেরেছি। নানা ধরনের স্থানীয় ফলের আয়োজন ছিল। এর ভেতরে অনেক ফল আছে যেগুলো আগে কখনো দেখা হয়নি, সেগুলোর সঙ্গে পরিচিত হয়েছি।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহীদ আহমেদ বলেন, যে কোনো উৎসব এক সঙ্গে মিলেমিশে করতে ভালো লাগে। পড়াশোনার মাঝে এগুলো দরকার রয়েছে। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, প্রায় ৭০ প্রজাতির ফল নিয়ে উৎসব হয়েছে। এখানে আম-কাঁঠালসহ মৌসুমি ফলের সমাহার ছিল। এ বছর আমরা প্রথমবারের মতো আয়োজন করেছি। পরবর্তী বছরগুলোতে এ ফল উৎসব হবে।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জিকেএস