পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

3 months ago 10

পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) জেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় কোরআনখানি, সকাল ১০টায় শোক র‌্যালি ও বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, যুব দলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

‎জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার।

মো. তরিকুল ইসলাম/আরএইচ/এএসএম

Read Entire Article