পিরোজপুরের নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। এই স্লোগান দিয়েই যাবো। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এসময় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি এর প্রতিবাদ করেন। এসময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বলেন, “আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। কাল (গতকাল) গণহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিপক্ষে কথা বলেছেন। এর প্রতিবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান। এ স্লোগান আমরা দিয়েই যাবো।”
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি স্লোগান আজ নয়, গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
এসআর/এমএস