পিরোজপুরে মহিলা কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের কমিটি

1 month ago 30

পিরোজপুর জেলার কাউখালী মহিলা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকরীন আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিমা আক্তার মহিমা। 

রোববার (১৬ ফেব্রুয়ারি)কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাদিয়া আক্তার মিম, সহসভাপতি মারিয়া আক্তার, সানজিদা খানম এবং অর্পনা হালদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিথি রানী হালদার এবং সিনথিয়া মিমু। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তনিমা রহমান মিথি। 

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে নির্দেশনা দেওয়া হয়। 

বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রিয়াদ রহমান বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সবথেকে অপরিহার্য বিষয়। ইতিহাস বারবার দেখিয়েছে যে নারী নেতৃত্ব সংকট কী ধরনের গভীর ও জটিল সংকট তৈরি করে। সংকট মোকাবিলার সূদুরপ্রসারী সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলার কাউখালী ডিগ্রি কলেজে কমিটি ঘোষণা করেছে।

তিনি বলেন, কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলী সম্বলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বিসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের টিম সদস হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন এবং আরিফুল ইসলাম। 

Read Entire Article