পিরোজপুরে মাদরাসার খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

3 months ago 30

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদরাসার দেওয়া দুপুরের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ১৫ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় ৮ জন অসুস্থ শিক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি ৭ জন প্রতিবেদন লেখা পর্যন্ত অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদরাসার ১৫ জন আবাসিক শিক্ষার্থীকে দুপুরের খাবার সরবরাহ করা হয়। খাবার খাওয়া শেষে শিক্ষার্থীরা বিশ্রামে চলে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ তারা বমি করতে থাকে। একে একে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

মাদরাসা কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ঘটনার পর থেকে মাদরাসার বাবুর্চি (খাদেম) মো. এনামুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের খাবারের পর বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে ১৫ জন শিক্ষার্থীকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে।

মাদরাসার সুপার মাওলানা রুহুল আমীনের মোবাইলে একাধিকবার ফোন করলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়জনিংয়ে শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে। ১৫ জনের আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে তোলা হয়েছে। বাকি সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে। কী কারণে শিক্ষার্থীরা দুপুরের খাবার শেষে অসুস্থ হয়ে পড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে।

এমএন/এএসএম

Read Entire Article