পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

2 months ago 36

পিরোজপুরের ভাণ্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (৪ ডিসেম্বর) ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল ওই নেত্রীর ভাণ্ডারিয়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি ভাণ্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

Read Entire Article