নাটোরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে দুই পান চাষির কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পান চাষিরা হলেন, পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২), একই গ্রামের বেল্লাল (৫৫)।
তারা জানান, দত্তপাড়া পান মোকামে দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে।
এসময় পুলিশ পরিচয়ে ওই দুই পান ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় তারা। এরপর তারা মোটরসাইকেল দ্রুত পালিয়ে যায়।
এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, একজন পিস্তল বের করে চাষির বুকে ঠেকিয়ে রেখেছেন। তিনি বাধ্য হয়ে টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে।
রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম