রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হয়ে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, আবু সাঈদের দুই ভাই ও আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সম্পাদক আবু হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান।
এর আগে বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
অধ্যাপক এম আমিনুল ইসলাম ঘোষণা দেন, আবু সাঈদের বাড়ির পাশে তার নামে একটি বিশ্ববিদ্যালয় করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।