পুকুরে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

3 months ago 11

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সালাহ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী মারা গেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালাহ উদ্দিন ওই বাড়ির জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

সালাহ উদ্দিনের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নেমে দূরে গিয়ে পানিতে ডু্বে যায় সে। পরে আশপাশের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিথর দেহ ভেসে ওঠে।

তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইতকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার বরে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া মর্মান্তিক।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

Read Entire Article