পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

2 months ago 8

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই। 

আকিব মিয়া শাল্লা উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে। আর তানভীর হোসেন একই উপজেলার মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের সন্তান। 

স্থানীয়রা জানান, আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে সে তানভীরের সঙ্গে খেলছিল। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে খেলতেই একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেলার ফাঁকে কখন যে পুকুরে পড়ে গেল, বুঝতেই পারিনি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলে আর ভাগ্নে দুজনের এই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, দুজন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

Read Entire Article