পুকুরে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

1 month ago 34
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ স্থানে নিয়ে শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। মেজর নাজমুস শাকিবা এষা ও ক্যাপটেন মাশরুর আবিদের নেতৃত্বে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট শেলটি নিষ্ক্রিয় করেন। এসময় নিরাপত্তার স্বার্থে এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  জানা গেছে, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে খেলতে গিয়ে স্থানীয় শিশুদের নজরে আসে পুকুরের কাদামাটিতে পড়ে থাকা অবিস্ফোরিত মর্টার শেলটি। এ সংবাদে পাশের বিজিবি ক্যাম্পের সদস্যরা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি সংরক্ষণ করেন। পরে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন বরাবর আবেদন পাঠানো হয়। আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট শনিবার দুপুরে ওই এলাকার নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, উপজেলার শশীদল ইউনিয়নে পুকুরে পাওয়া পরিত্যক্ত মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে শেলটি নিষ্ক্রিয় করে।
Read Entire Article