পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হল দুবলার চরের রাস উৎসব
পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলের তিন দিনের রাস উৎসব। আজ শনিবার ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমার ভরা জোয়ারের নোনাজলে পাপ মোচন আর মনোবাসনা পূরণের আশায় স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নান শেষ করে যে যার গন্তব্যে রওনা করেন পুণ্যার্থীরা। এবছর প্রায় অর্ধলাখ পুণ্যার্থী এবং দর্শনার্থীর সমাগম ঘটে আলোরকোলের রাস উৎসবে। ১৪ নভেম্বর থেকে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। তবে এবছর বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজদারির কারণে শিকারি চক্রের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সুন্দরবন রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি