পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

2 hours ago 3
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হন, তবে রাশিয়ার জন্য পরিণতি শাস্তিমূলক নিষেধাজ্ঞা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) শীর্ষ সম্মেলনের জন্য অ্যাঙ্কোরেজ যাওয়ার সময় তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি আমার স্বার্থের জন্য এটি করছি না। ঠিক আছে, আমার এটির প্রয়োজন নেই। আমি আমাদের দেশের ওপর মনোযোগ দিতে চাই, তবে আমি অনেক জীবন বাঁচানোর জন্য এটি করছি।” মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে। ট্রাম্প আরও বলেন, ‘আমি লক্ষ্য করেছি যে, তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন এবং এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না।’
Read Entire Article