পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত তিনজনের পরিচয় জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নিহত তিনজনের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা আছে। তারা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১২)। এর আগে সকালে ভূমিকম্পের পর পুরান ঢাকার বংশালের আরমানিটোলার কসাইটুলি এলাকায় ৫ তলা একটি ভবনের রেলিং ধসে ওই তিনজন নিহত হন। একই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন ছাড়াও নারায়ণগঞ্জে শিশুসহ ৫ জন এবং নরসিংদীতে একজন নিহত হয়েছেন। রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক ব
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত তিনজনের পরিচয় জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নিহত তিনজনের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা আছে। তারা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১২)।
এর আগে সকালে ভূমিকম্পের পর পুরান ঢাকার বংশালের আরমানিটোলার কসাইটুলি এলাকায় ৫ তলা একটি ভবনের রেলিং ধসে ওই তিনজন নিহত হন। একই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদিকে শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন ছাড়াও নারায়ণগঞ্জে শিশুসহ ৫ জন এবং নরসিংদীতে একজন নিহত হয়েছেন। রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছর বয়সি শিশু ফাতেমার মৃত্যু হয়। এ ছাড়াও ভূমিকম্পে ইট খসে পড়ে ও দেয়াল ধসের ঘটনায় অনেকে আহত হয়েছেন।
সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা আবহাওয়া অধিদপ্তরের মতে মাঝারি তীব্রতার। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এদিন বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তানে কম্পন অনুভূত হয়। ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভূকম্পন টের পাওয়া যায়। এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার ভোরে পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর আগে ২৮ মে রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং শহরের কাছে ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হয়।
What's Your Reaction?