পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক 

1 week ago 14
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্রসহ আট চাঁদাবাজকে আটক করেছেন সেনাবহিনীর সদস্যরা।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেনাবাহিনীর ৫ বীর ( সাপোর্ট ব্যাটালিয়ন ),৭১ ম্যাকানাইস্ট ব্রিগেড এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন—মো. সোবহান, নয়ন, আব্দুল হালিম, হাসান, মো. রাজিব, রিপন, আব্বাস ও রুবেল। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন মো. সোবহান ও তার সহযোগীরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করত। কেউ অস্বীকৃতি জানালে তাকে ধরে নিয়ে বুলবুল ললিতকলা একাডেমিতে নিয়ে গিয়ে নির্যাতন করে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো। এর পরিপ্রেক্ষিতে সদরঘাট আর্মি ক্যাম্পের দুই প্লাটুন সেনা, বুলবুল ললিতকলা একাডেমি এবং গোল্ডেন পিক মার্কেটের ভেতরে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী সোবহানসহ আটজনকে আটক করেন সেনা সদস্যরা। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করেন তারা। জব্দকৃত অস্ত্রশস্ত্র কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
Read Entire Article