পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

4 hours ago 3
ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্ততি ঝালিয়ে নিতে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলছে নারী জাতীয় দল। বুধবার (২০ ‍আগস্ট) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে মাঠে নামে নারী লাল দল।  তবে ম্যাচটি সুখকর হয়নি লাল দলের জন্য। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।  সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শুরুটা দারুণ করেছিল নারী লাল দল। ২৮ রানের মধ্যেই প্রথম দুই উইকেট তুলে নেয় তারা। এরপর দলের হাল ধরেন অনূর্ধ্ব-১৫ দলের আফজাল ও ফাইয়াজ। ব্যাট হাতে গড়েন ৫৭ রানের জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে অনূর্ধ্ব-১৫ দল। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন বায়োজিদ।  ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল নারী লাল দলের। উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৫০ রান। তবে এরপরই ধস নামে লাল দলের ইনিংসে। ব্যাটারদের চরম ব্যর্থতায় ৯৪ রানে অলআউট হয় নারী লাল দল। ‍আর তাতেই ৮৭ রানের বড় জয় পায় অনূর্ধ্ব-১৫ দল।
Read Entire Article