পুরোনো স্মার্টফোনই হয়ে উঠবে সিসিটিভি, খরচ বাঁচাতে জানুন পদ্ধতি

বর্তমান নগরজীবনে নিরাপত্তা আর স্বস্তি দুটোই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হলে দিনের বেশিভাগ সময় ঘর থাকে ফাঁকা। কখনো বয়স্ক বাবা-মা একা, কখনো ছোট বাচ্চা থাকে পরিচারিকার তত্ত্বাবধানে। ফলে বাড়িতে কে এলো, কে গেল, সবাই ঠিক আছে কিনা— এই মনকষাকষি দূর করতে সিসিটিভি এখন অনেকেরই প্রথম পছন্দ। কিন্তু প্রযুক্তি আজ এতটাই সহজ হয়ে গেছে যে, ব্যয়বহুল সিসিটিভি ক্যামেরা না কিনেও আপনার পুরোনো স্মার্টফোনই বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিতে পারে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, সঠিক অ্যাপ ও সহজ সেটআপের মাধ্যমে একটি পুরোনো ফোনই হয়ে উঠতে পারে কার্যকর নিরাপত্তা ক্যামেরা। চলুন, সহজ ধাপে জেনে নেওয়া যাক পদ্ধতিটি— ১. মোবাইল ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রয়োজন দুটি মোবাইল। একটি বাড়িতে থাকবে। অন্যটি থাকবে আপনার কাছে। সেটিতে আপনি দেখতে পারবেন বাড়িতে কী হচ্ছে। ২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন। একাধিক অ্যাপ পাবেন। রেটিং দেখে যে কোনো একটি ডাউনলোড করুন। অবশ্যই দুটি মোবাইলে একই অ্যাপ ইনস্টল করতে হবে। ৩. অ্যাপ ডাউনলোডের পর একই অ্যাকাউন্ট লগ ইন কর

পুরোনো স্মার্টফোনই হয়ে উঠবে সিসিটিভি, খরচ বাঁচাতে জানুন পদ্ধতি
বর্তমান নগরজীবনে নিরাপত্তা আর স্বস্তি দুটোই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হলে দিনের বেশিভাগ সময় ঘর থাকে ফাঁকা। কখনো বয়স্ক বাবা-মা একা, কখনো ছোট বাচ্চা থাকে পরিচারিকার তত্ত্বাবধানে। ফলে বাড়িতে কে এলো, কে গেল, সবাই ঠিক আছে কিনা— এই মনকষাকষি দূর করতে সিসিটিভি এখন অনেকেরই প্রথম পছন্দ। কিন্তু প্রযুক্তি আজ এতটাই সহজ হয়ে গেছে যে, ব্যয়বহুল সিসিটিভি ক্যামেরা না কিনেও আপনার পুরোনো স্মার্টফোনই বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিতে পারে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, সঠিক অ্যাপ ও সহজ সেটআপের মাধ্যমে একটি পুরোনো ফোনই হয়ে উঠতে পারে কার্যকর নিরাপত্তা ক্যামেরা। চলুন, সহজ ধাপে জেনে নেওয়া যাক পদ্ধতিটি— ১. মোবাইল ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রয়োজন দুটি মোবাইল। একটি বাড়িতে থাকবে। অন্যটি থাকবে আপনার কাছে। সেটিতে আপনি দেখতে পারবেন বাড়িতে কী হচ্ছে। ২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন। একাধিক অ্যাপ পাবেন। রেটিং দেখে যে কোনো একটি ডাউনলোড করুন। অবশ্যই দুটি মোবাইলে একই অ্যাপ ইনস্টল করতে হবে। ৩. অ্যাপ ডাউনলোডের পর একই অ্যাকাউন্ট লগ ইন করে দুটো ডিভাইসকে পেয়ার করতে হবে। নাহলে কিন্তু কোনো লাভ নেই। ৪. এবার যে জায়গায় নজরদারি চালাতে চান– ঘর, বারান্দা বা সিঁড়ি, পছন্দ মতো জায়গায় পুরনো ফোনটি রেখে দিন অ্যাপটি অন করে। মাথায় রাখবেন, ক্যামেরার অ্যাঙ্গেল যেন ঠিকঠাক হয়। ওয়াইফাই কানেকশনও ঠিকঠাক হতে হবে। যদি চার্জার ব্যবহারে সমস্যা থাকে সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক। ৫. এবার যে ফোনে আপনি বাইরে থেকে দেখবেন সেটিতে ক্যামেরার লাইভ ফিড অন করুন। এবার প্রয়োজন মতো সেটিংস চেঞ্জ করে নিন। ৬. ব্যস, আপনার কাজ শেষ। এবার প্রয়োজন হলেই বাড়িতে কী হচ্ছে তা দেখে নিতে পারবেন নিমেষে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সিসিটিভির মতো স্বচ্ছ ছবি পাবেন না। ব্যাটারি ও স্টোরেজের সমস্যা হওয়া স্বাভাবিক। সূত্র : সংবাদ প্রতিদিন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow