প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারী বাংলাদেশি নাগরিক কি না তা শনাক্ত করা হয়। যদিও এ প্রক্রিয়াটি অনেকের জন্য অস্বস্তিকর, অনেকে হয়রানির শিকার কিংবা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পুলিশ ভেরিফিকেশন করতেই হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আরও পড়ুন
বাংলাদেশের নাগরিক হয়েও পুলিশ ভেরিফিকেশন কতটা যুক্তিযুক্ত—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রোহিঙ্গাসহ অনেকেই পরিচয় গোপন করে পাসপোর্ট নেওয়ার অপচেষ্টা চালান। পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এ ধরনের অপচেষ্টা রোধ করা সম্ভব হচ্ছে বলে তিনি জানান।
এমইউ/এসআর