পুলিশ লাইন্সে ভবন নির্মাণের ব্যয় বাড়লো ১৯ কোটি ৮৭ লাখ টাকা

3 months ago 39

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ঢাকা মেট্রোপলিটন এলাকা, সিলেট পুলিশ লাইন্স, কুমিল্লা পুলিশ লাইন্স, ডেমরা পুলিশ লাইন্স এবং চট্টগ্রাম পুলিশ লাইন্সে আবাসিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প ৫টিতে অতিরিক্ত ব্যয় হবে ১৯ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৯৩৯ টাকা।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ২ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৪৭ টাকা। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল ৭৮ কোটি ৯ লাখ ১০ হাজার ৩৭৩ টাকা। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮০ কোটি ২০ লাখ ৪ হাজার ৪২০ টাকা। ডিইউএল-পিবিএল (জেভি) প্রকল্পটির কাজ করছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সিলেট পুলিশ লাইন এলাকায় ১৭তলা ভিত্তিসহ ১৭ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পটির কাজ সম্পন্ন করার জন্য বিবিএল এবং এলজেআই (জেভি)-এর সঙ্গে ৫৯ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩৮৭ টাকায় চুক্তি করা হয়। এখন ভেরিয়েশন বাবদ ব্যয় ৫ কোটি ৯ লাখ ২৮ হাজার ৩৬ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ৬৪ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৪২৪ টাকা।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কুমিল্লা পুলিশ লাইনে ১৭তলা ভিত্তিসহ ১৫তলা ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দেশ উন্নয়ন লিমিটেড, মেসার্স হক এন্ট্রারপ্রাইজের সঙ্গে ৬৪ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৫৯ টাকায় চুক্তি হয়। এখন এর ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৮৯৮ টাকা বাড়ানো হলো। ফলে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৭৫৮ টাকা।

বৈঠকে ঢাকার ডেমরা পুলিশ লাইনে বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০তল আবাসিক ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, দি অর্বিট বাংলাদেশের সঙ্গে ৮০ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৯৭ টাকার চুক্তি হয়। এখন প্রকল্পটির ব্যয় ২ কোটি ৯৫ লাখ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৯৩৯ টাকা।

এছাড়া বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় পুলিশ লাইন্সে ২০তল ভিত্তিসহ ২০তল ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পটির ব্যয় ২ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ৩১৬ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য ছিল ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। ফলে এখন সংশোধিত চুক্তিমূল্য বেড়ে ৮৩ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে। বঙ্গ বিল্ডার্স লিমিটেড, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড প্রকল্পটির কাজ করছে।

এমএএস/এমআইএইচএস/এএসএম

Read Entire Article