রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিস্তারিত দুপুরে এক সংবাদ সম্মেলনে জানাবেন।
এদিকে গত বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে মাদককারবারিদের গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন বলে জানা যায়।
সে সময় জানানো হয়, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতারও করে পুলিশ।
ঘটনার দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, রাজধানীর ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে মাদককারবারিদের গুলির ঘটনা ঘটে। প্রাইভেটকার ও ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
কেআর/এমআরএম/জেআইএম