পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

1 month ago 12

আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় তাহেরিকে প্রধান আসামি করা হয়। এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় এই মামলা হয়।

গ্রেফতাররা হলেন- নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলতে থাকা এই মাহফিলে তাহেরি উসকানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাঁয়তারা করছিলেন। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া ফোর্স নিয়ে সেখানে যান। এসময় তাহেরি পুলিশকে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন।

তাহেরি বলতে থাকেন, ‘আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়। এই যে এখন আবার পুলিশ এসেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেবো না।’

এরপরই লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, মামলায় মুফতি তাহেরিকে প্রধান আসামি করা হয়েছে। আহত এসআই বাবুল মামলাটি করেন।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস

Read Entire Article