পুলিশের গাড়িতে মরদেহ পুড়িয়ে ফেলা শহীদ সুজয় স্মরণে স্মৃতিস্তম্ভ

12 hours ago 6

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে ‘শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিটঘরে নিজ গ্রামে এই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়।

এর আগে, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও শহীদ সুজয় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শহীদ সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শহীদ সুজয়ের শিক্ষাপ্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছানোয়ারা সুলতানা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ সুজয়ের ছোট বোন ইশরাত জাহান এ্যানি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ ছানোয়ারা সুলতানা তার বক্তব্যে বলেন, ‘৫ আগস্টের আগে আমরা স্বাধীনভাবে কিছু করতে পারেনি। সুজয়রা আন্দোলন করেছে দেশের মানুষের জন্য। পাশে লাশ পড়তে দেখেও থেমে থাকেনি। দেশের জন্য সুজয় শহীদ হয়েছে। সে মারা গেলেও তার স্মৃতি আমাদের মনে থাকবে।’

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে কলেজশিক্ষার্থী তানজিল মাহমুদ সুজয়সহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে তুলে আগুনে জ্বলিয়ে দেওয়া হয়। পরে পকেটে থাকা আইডি কার্ড দেখে মরদেহ শনাক্ত করে পরিবার।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

Read Entire Article