পুলিশের থেকে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

2 months ago 33

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাজুকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও আরজু গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫ সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। 

খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, আশরাফ উদ্দিন রাজন রাজু মামলার আসামি। পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হয়েছে।

Read Entire Article