পুলিশের দেওয়া গিটার…

4 hours ago 3

কানাডা প্রবাসী শিল্পী আশিকুজ্জামান টুলুকে আজও ভোলেনি তার অনুরাগীরা। জনপ্রিয় ব্যান্ড আর্কের তিনি ছিলেন দলনেতা। দেশ ছেড়ে গেলেও বাংলা গান আরও তার সঙ্গী। ছেলে নাওয়ারের সঙ্গে প্রায় গান করেন তিনি। সম্প্রতি এক পুলিশ সদস্যের উপহার দেওয়া গিটারের গল্প ভাগাভাগি করেছেন এই শিল্পী।

ফেসবুকে টুলু ঘোষণা দিয়েছিলেন, একটা ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার স্কোয়্যার গিটার উপহার হিসেবে দিতে চান। জানিয়েছিলেন, গিটার দরকার এমন একজন গিটার-শিক্ষার্থীকে দেওয়া হবে গিটারটা, সঙ্গে একটা স্ট্যান্ড। তার সেই ঘোষণায় গিটারটি নিয়ে গিয়েছিলেন একজন। কিন্তু ওই গিটারটি তিনি কোথায় পেয়েছিলেন?
সেই গল্পের ভাগ দিতে গিয়ে আশিকুজ্জামান টুলু লিখেছেন, ‘বছর তিনেক আগে নাওয়ার যখন প্রথম গিটার শিখতে শুরু করে, ওর এক জন্মদিনে একটা সেকেন্ড হ্যান্ড গিটার কিনে দিতে চাইলাম। ও মার্কেটপ্লেসে গিটার পছন্দ করে ফেললো। আমরা সেদিন গিটারটা কেনার জন্য রাতের দিকে গেলাম গিটার বিক্রেতার কাছে। গিয়ে দেখি সাদা ইয়াং ছেলে, বয়স ৩০-৩৫ হবে। ভীষণ হ্যান্ডসাম, খুবই ভদ্র। কথা বলে জানতে পারলাম ও টরোন্টো পুলিশে আছে। ওর হাতে টাকা দিয়ে দিলাম।

পুলিশের দেওয়া গিটার…

ঘটনা সেখানেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দারুণ কিছু অপেক্ষা করছিল বাবা-ছেলের জন্য। আশিকুজ্জামান টুলুর ফেসবুক পোস্ট অনুসারে, ‘ওই তরুণ পুলিশ সদস্য নাওয়ারকে জিজ্ঞাসা করলো, “তুমি খুশি?” নাওয়ার বললো, খুব খুশি। ছয় মাস ধরে গিটার গিটার করে শেষে জীবনের প্রথম গিটারটা পেলো জন্মদিনে। পুলিশ ছেলেটা জিজ্ঞেস করলো, “আজ তোমার জন্মদিন?” নাওয়ার বললো, ‘হ্যাঁ।” পুলিশ ছেলেটা সাথে সাথে টাকাটা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললো, “টাকা দিতে হবে না, ওর প্রথম গিটারটা ওর জন্মদিনে আমি গিফট করতে চাই।”
অবশেষে টাকা ফেরত নিলাম। নাওয়ার খুব খুশি হলে। আমিও দেখলাম, এই পৃথিবটা বিচিত্র মানুষে ভরপুর।’
চাইম ও আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু সপরিবার বাস করছেন কানাডার টরন্টোতে। তার কণ্ঠে ‘আমার হৃদয়ে তুমি’, ‘ওরে আমার পাগল মন’, ‘এই দূর পরবাসে তারা গুনে আকাশে’সহ বেশ কিছু গান আজও মনে রেখেছেন অনুরাগীরা।

আরএমডি/জিকেএস

Read Entire Article