পুলিশের মাঝে মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সামনের দিনগুলিতে পুলিশের কাজে আরো গতিশীলতা আসবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ দমনরে ক্ষেত্রে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন- একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গত মাসের পরিসংখ্যানে দেখেছিলাম ছিনতাই কিছু বেড়েছে। কিন্তু আজকে (সোমবার) আইনশৃঙ্খলা রিভিউ কমিটির বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১২ থেকে ১৫ দিনে এ সংখ্যা আবার কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বেশ কিছু বিশেষ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। রাস্তায় টহল বাড়ানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
এমইউ/এএমএ