পুলিশের সহযোগিতায় হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

1 month ago 35

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক জোনে কর্মরত এএসআই জহির আব্দুল্লাহর বিচক্ষণতায় হারানো ছেলেকে ফিরে পেয়েছে তার পরিবার। 

মতিঝিল ট্রাফিক জোন সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুলিস্তান লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে পাঞ্জাবি পরা ১০ বছরের শিশুকে কাঁদতে দেখেন। কান্না করতে দেখে এএসআই জহির আব্দুল্লাহ তার কাছে জানতে পারেন, শিশুটির নাম জুনায়েদ আহমেদ আপন ও তার পিতার নাম কামরুজ্জামান। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার বাখরপুর গ্রামে। এক অপরিচিত ব্যক্তি প্রলোভন দেখিয়ে তাকে মতলব থেকে ঢাকায় নিয়ে আসে।  

এএসআই জহির ছেলেটিকে গুলিস্তান ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে এসে তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগ করেন। ছেলেটির বাবাকে সেখানে আসতে বলেন। এরপর শিশুটির বাবা এলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে ছেলেটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

এএসআই জহির আব্দুল্লাহর এ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে ছেলেটির বাবা ও উপস্থিত জনতা কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পুলিশের প্রশংসা করেন। 

Read Entire Article