আকাশে বাতাসে তখন শুধু ‘পুষ্পা ২’ ছবির প্রশংসা। ছবিটির মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল নিয়ে আলোচনা তুঙ্গে। কান পাতলেই শোনা যায়, ‘ঝুঁকেগা নেহি…’। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি ভারতবর্ষে আর হবে না- এমনটা যখন ভাবছিলেন সবাই তখনই মুক্তি পায় উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’। আর মুক্তি পেয়েই চ্যালেঞ্জ করে বসলো পুষ্পাকে। আর মালায়লাম ভাষার বক্স অফিসে মুক্তির প্রথম তিনদিনের আয় দিয়ে ‘পুষ্পা ২’ ছবিকে পরাজিতও করেছিল সিনেমাটি। জানান দিয়েছিল, থেমে যেতে নয় বরং লম্বা পথে চলতেই এসেছে মার্কো।
২০ ডিসেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। মালয়লাম ছবিটি প্রেক্ষাগৃহে মাত্র ৩ দিনেই বাজেটের ৩০ কোটি রুপি উশুল করে ফেলেছিল। ৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিন শেষে এই ছবির আয় বিশাল অংকে পৌঁছেছে। যে গতিতে ‘মার্কো’ এগোচ্ছে অনুমান করা যাচ্ছে বেশ কিছু নতুন রেকর্ড গড়বে।
মুক্তির ৩ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে ‘মার্কো’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলক অনুযায়ী, ২১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় হয় ৯৬.৭৫ কোটি রুপি। এই আয়ের ৩১.৬ কোটি এসেছে বিদেশি বাজার থেকে।
সর্বশেষ তথ্যমতে, শুক্রবার ২২তম দিনের আয়ে ছবিটি সবমিলিয়ে আরও কোটি খানেক রুপি আয় করেছে। যার ফলে সিনেমাটি ভারতে মোট আয় করেছে ৫৭.৫৫ কোটি। এরমধ্যে মালয়ালাম ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে ৪০.৫৪ কোটি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০.৭ কোটি। বাকি আয় এসেছে তেলেগু এবং তামিল ভার্সন থেকে। আগামী ২-৩ দিনের মধ্যেই ‘মার্কো’ ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেবে।
এতে করে ২০২৫ সালে প্রথম মালয়ালাম ছবি হিসেবে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে চলেছে ‘মার্কো’। সেইসঙ্গে ২০২৪ সালের সর্বশেষ মেগাহিট মালয়ালম ছবি হিসেবেও নাম লেখাতে যাচ্ছে ছবিটি।
‘মার্কো’ মূলত ২০১৯ সালের মালয়ালাম ছবি ‘মিখাইল’-এর স্পিন-অফ। শক্তিশালী অ্যাকশন এবং কাহিনীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছে ছবিটি। এর লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি।
এলআইএ/জেআইএম