পুড়ে যাওয়া দিয়াশলাইয়ের মতো তীব্র গন্ধ বাগদাদের বাতাসে
আবারও সালফারের তীব্র গন্ধে ঢেকে গেছে ইরাকের রাজধানী বাগদাদ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শনিবার (২৫ অক্টোবর) শাফাক নিউজ জানায়, দেশটির ইটভাটা ও ভারী জ্বালানি পোড়ানো কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং আবহাওয়াজনিত কারণে সালফারের দুর্গন্ধ শহরজুড়ে ছড়িয়ে পড়ে। এই গন্ধ পুড়ে যাওয়া দিয়াশলাইয়ের মতো তীব্র ও শ্বাসরুদ্ধকর।
খবরে বলা হয়, দুর্গন্ধ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং শহরের প্রান্তেও পৌঁছে যায়। অনেক বাসিন্দা জানিয়েছেন, সন্ধ্যার পর গন্ধ এতটাই বেড়ে যায় যে জানালা বন্ধ করে ঘরে থাকতে হয়।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরাক বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে ৩৭তম এবং আরব অঞ্চলে ৬ষ্ঠ স্থানে রয়েছে। দ্রুত কার্যকর পরিবেশ নিয়ন্ত্রণ না নিলে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়বে।

11 hours ago
10









English (US) ·