পূজায় যেভাবে লম্বা দুল পরলে, কানে ব্যথা হবে না

8 hours ago 5

কানের দুল ছাড়া নারীর সাজ পূর্ণতা পায় না। ফ্যাশন-সচেতন নারীর সাজে এক অনন্য অনুষঙ্গ কানের দুল। শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার-কামিজ বা কুর্তির সঙ্গে কানে বড় মাপের দুল পরার ফ্যাশনে ট্রেন্ড এখন। লম্বা ঝুলের দুল সাজে পরিপূর্ণতা নিয়ে আসে।

ফ্যাশনে লম্বা দুল

বর্তমান ফ্যাশনে চলছে মেটালের বড় ঝুমকা, পশ্চিমা আমেজ দেওয়া নজরকাড়া ডিজাইনের লম্বা ঝুলের দুল। ময়ূর, বিভিন্ন রকমের ফুল, লতাপাতা, বাহারি সব নকশা দুলে দেখা যায়। বড় দুলে আয়নার কাজ করে তাতে ফো পার্ল, পাথর বা পুঁতি বসানো হয়। এসব দুল যে কোনো রঙের পোশাকের সঙ্গে খুব ভালো মানিয়ে যায়। অনেকে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে দেশীয় ঐতিহ্য রাখতে ঝুমকা পরে থাকেন। আবার ঝুমকা দিয়ে বোহো লুক আর ফিউশনের আমেজ নিয়ে আসে।

তবে সারাদিন কানে ভারী দুল কানে ব্যথা হতে পারে। ভারী দুল পরার সময়ে কিছু কৌশল অবলম্বন করলে কানের ব্যথা দেখে রক্ষা পাওয়া সম্ভব-

পূজায় যেভাবে লম্বা দুল পরলে, কানে ব্যথা হবে না

সার্জিকেল টেপের ব্যবহার

কানের দুলের ভার কমাতে ব্যবহার করতে পারেন সার্জিকাল টেপ। সার্জিকাল টেপটির আঠার দিকের অংশ কানের লতিতে আটকে নিন। দুলের পিনটি সার্জিকাল টেপ ভেদ করে বাইরে বেরিয়ে আসবে, তারপরে প্যাচটি আটকে নিতে হবে। এতে করে কানে ব্যথা হবে না।

ইয়ার লোবের ব্যবহার

আঠা লাগানো ছোট গোল আকারের টেপকে বলা হয় ইয়ার লোব। কানের দুল পরার আগে অবশ্যই ইয়ার লোব ব্যবহার করুন। কানে ইয়ার লোব লাগানোর পর বড় দুল পরলে ব্যথা অনুভব হবে না। এগুলো কসমেটিক্সের দোকানে বা ই-কমার্স ওয়েবসাইট থেকে সহজেই কিনতে পারবেন।

চেন দিয়ে দুল আটকিয়ে নিন

মাঝে মাঝে দেখা যায় বেশ কিছু ভারী দুলের সঙ্গে টানা চেন থাকে। যা চুলের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। এই চেন চুলে আটকানো থাকলে কানের দুলের ভার কমে। যার ফলে ব্যথাও কম হয়।

ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ময়েশ্চারাইজার

কানে ভারী দুল পরার আগে কানের পাতায় ময়েশ্চারাইজার লাগাতে হবে। ময়েশ্চারাইজার শুকিয়ে গেলে কানে দুল পরুন। এতে কানে ব্যথা হবে না। আবার কানে চাপও পড়বে না।

পূজায় যেভাবে লম্বা দুল পরলে, কানে ব্যথা হবে না

দুলের সঙ্গে টানা পরুন

চেন দেওয়া বা টানা যুক্ত কানের দুল পরতে পারেন। এগুলো পরলে কানের দুলের সম্পূর্ণ ওজন আপনার কানের লতির উপরে পড়বে না। কানে ব্যথা হওয়ার ঝুঁকিও থাকবে না।

রাবারের প্যাচের ব্যবহার

ভারী কানের দুলের সঙ্গে প্যাঁচ থাকে। এগুলো কানের লতিতে বেশি চাপ সৃষ্টি করে। ফলে কানে ব্যথা হয়। এই ধরনের প্যাঁচের বদলে ভারী এবং বড় কানের দুলের সঙ্গে রাবারের তৈরি প্যাঁচ ব্যবহার করুন। তাতে লতির ওপর বাড়তি চাপ পড়বে না। কানেও আরাম পাওয়া যাবে। আর শক্তভাবে দুলকে ধরে রাখতে পারবে।

কম ভারী দুল পরুন

সব সময় বড় দুল মানেই ভারী দুল নয়। বড় অথচ হালকা এমন দুল পাওয়া যায়। সেখান থেকে নিজের পছন্দমতো বড় দুল কিনে পরতে পারেন। এছাড়া কিছুক্ষণ পর পর ভারী দুল খুলে হালকা দুল পরুন বা কিছুক্ষণ দুল না পরে থাকুন। এতে কানে ব্যথা হবে না।

আরও পড়ুন

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই/কেএসকে/এমএস

Read Entire Article