নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ফোন ও এক্সেসরিজ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ। ছুটির দিনকে আনন্দঘন করে তুলতে মার্কেটের ১২ জন ব্যবসায়ী মিলে চাঁদপুর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ছয়টি মোটরসাইকেলে রওয়ানা দেন। পথে ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও সিপন সড়কের পাশে দেওয়ালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এসআর/জিকেএস