পেটে বাচ্চাসহ গরু জবাই, এলাকাজুড়ে চাঞ্চল্য

14 hours ago 2

রাজশাহীর পুঠিয়ায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর বাজারে সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে স্থানীয় ফরমাল শেখের ছেলে কসাই রিয়াজুল শেখ মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভি গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে বাছুরটি পুঁতে রাখে।

স্থানীয়রা টের পেয়ে রাজুকে জিজ্ঞাসা করলে প্রথমে বাছুর পুঁতে রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেয়। পুঁতে রাখা বাছুরটি গর্ত থেকে তুলে নিয়ে আসলে মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়।

তবে কসাই রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ সমর্থন করতাম। আর সেই কারণেই ষড়যন্ত্র করে কোথায় থেকে বাছুর নিয়ে এসে আমাকে ফাঁসিয়ে দেয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা কসাইখানা ভাঙচুর করছে এবং মাংস পড়ে আছে। পরে আমরা মাংসগুলো মাটিতে পুঁতে রেখেছি। আর এ বিষয়ে বাজার কমিটি থেকে মামলা করা হবে। মামলা অনুযায়ী আইনিব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতির সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলফোনে কল করা হরেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Read Entire Article