পেটের ক্যানসারে ভুগছেন কি না বুঝে নিন আপনার মুখ দেখেই

বাংলাদেশে পেটের রোগ নতুন কিছু নয়। প্রায় ঘরে ঘরেই কেউ না কেউ গ্যাস্ট্রিক, বদহজম কিংবা বুকজ্বালায় ভোগেন। একটু ভারী খাবার খেলেই গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, অস্বস্তি— এসব যেন আমাদের নিত্যসঙ্গী। সাধারণ মানুষ এসবকে বড় কোনো অসুখ মনে না করে হালকা সমস্যা ভেবে অবহেলা করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, ঠিক এই উপসর্গগুলোই অনেক সময় ভয়ংকর রোগ ‘পাকস্থলীর ক্যানসার’-এর পূর্বলক্ষণ হতে পারে। আর সমস্যার ভয়াবহ দিক হলো, এই ক্যানসারের প্রাথমিক উপসর্গ চেনা খুব কঠিন। ফলে অনেকেই দেরিতে বুঝতে পারেন, তখন রোগটি জটিল আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীর ক্যানসারের কিছু লক্ষণ শুধু পেটেই নয়, মুখ ও ত্বকেও ফুটে উঠতে পারে। এমনকি মুখের ত্বকের পরিবর্তনও হতে পারে এ রোগের ইঙ্গিত। চিকিৎসা গবেষণা বলছে, গ্যাস্ট্রিক ক্যানসারের কারণে রোগীর শরীরে ‘প্যাপিউলোরাইথ্রোডিমা অব অফুজি’ নামের একটি ত্বকজনিত সমস্যা দেখা দেয়। এতে ক্ষুদ্রাকৃতি ফোলা ফোলা অংশ বা প্যাপিউল তৈরি হয়। কখনো এগুলো ক্ষতে রূপ নেয়, আবার কখনো আক্রান্ত স্থানের চামড়া উঠে আসে। ক্ষতস্থান চুলকাতেও পারে। এই উপসর্গ শরীরের যে কোনো স্থানে হতে পারে। তবে চাইনিজ জার্নাল অব ক্যানস

পেটের ক্যানসারে ভুগছেন কি না বুঝে নিন আপনার মুখ দেখেই
বাংলাদেশে পেটের রোগ নতুন কিছু নয়। প্রায় ঘরে ঘরেই কেউ না কেউ গ্যাস্ট্রিক, বদহজম কিংবা বুকজ্বালায় ভোগেন। একটু ভারী খাবার খেলেই গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, অস্বস্তি— এসব যেন আমাদের নিত্যসঙ্গী। সাধারণ মানুষ এসবকে বড় কোনো অসুখ মনে না করে হালকা সমস্যা ভেবে অবহেলা করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, ঠিক এই উপসর্গগুলোই অনেক সময় ভয়ংকর রোগ ‘পাকস্থলীর ক্যানসার’-এর পূর্বলক্ষণ হতে পারে। আর সমস্যার ভয়াবহ দিক হলো, এই ক্যানসারের প্রাথমিক উপসর্গ চেনা খুব কঠিন। ফলে অনেকেই দেরিতে বুঝতে পারেন, তখন রোগটি জটিল আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীর ক্যানসারের কিছু লক্ষণ শুধু পেটেই নয়, মুখ ও ত্বকেও ফুটে উঠতে পারে। এমনকি মুখের ত্বকের পরিবর্তনও হতে পারে এ রোগের ইঙ্গিত। চিকিৎসা গবেষণা বলছে, গ্যাস্ট্রিক ক্যানসারের কারণে রোগীর শরীরে ‘প্যাপিউলোরাইথ্রোডিমা অব অফুজি’ নামের একটি ত্বকজনিত সমস্যা দেখা দেয়। এতে ক্ষুদ্রাকৃতি ফোলা ফোলা অংশ বা প্যাপিউল তৈরি হয়। কখনো এগুলো ক্ষতে রূপ নেয়, আবার কখনো আক্রান্ত স্থানের চামড়া উঠে আসে। ক্ষতস্থান চুলকাতেও পারে। এই উপসর্গ শরীরের যে কোনো স্থানে হতে পারে। তবে চাইনিজ জার্নাল অব ক্যানসার রিসার্চ-এ প্রকাশিত এক গবেষণা বলছে, মুখের ত্বকেই এ ধরনের সমস্যার ঝুঁকি বেশি। শুধু ত্বকের সমস্যা নয়, পাকস্থলীর ক্যানসারের আরও কিছু উপসর্গ রয়েছে। যেমন শ্লেষ্মা ও লসিকা গ্রন্থির জটিলতা, হঠাৎ খিদে কমে যাওয়া, বুকজ্বালা, পেটের গোলযোগ, কিংবা বমি বমি ভাব। অনেক সময় এ রোগে আক্রান্ত হলে রোগীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যায়। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow