পেনাল্টি ঠেকিয়ে পুরস্কার হিসেবে ডিম পেলেন গোলকিপার!
নরওয়ের ফুটবলে পুরস্কারের সংজ্ঞা নতুনভাবে লিখছে ব্রাইন এফকে! দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাধারণত ট্রফি বা বোনাস দেওয়া হয়, কিন্তু ব্রাইনের গোলকিপার ইয়ান ডি বোয়ের পেলেন চার ট্রে ডিম! হ্যাঁ, ঠিকই শুনেছেন! ক্লাবের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই উপহার এল তার অসাধারণ গোলরক্ষার স্বীকৃতি হিসেবে।
এলিটসেরিয়েনের (নরওয়ের শীর্ষ লিগ) নতুন মৌসুমের প্রথম ম্যাচে বোডো/গ্লিম্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্রাইন এফকে। যদিও ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে দল, তবে গোলকিপার ইয়ান ডি বোয়ের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ম্যাচজুড়ে একের পর এক অসাধারণ সেভ, এমনকি দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টিও ঠেকান তিনি। আর এই দুর্দান্ত নৈপুণ্যের পুরস্কার? চার ট্রে ডিম!
ব্রাইন এফকের এই অভিনব পুরস্কার মোটেও হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ক্লাবের গভীরে মিশে আছে স্থানীয় কৃষি ঐতিহ্য, যেখানে ডেইরি ও মাংস উৎপাদন অন্যতম প্রধান খাত। ক্লাবের সমর্থকরাও নিজেদের ‘প্রাউড ফার্মার’ বলে পরিচয় দেন, এবং মাঠে তাঁরা গলা ফাটান এই চিৎকারে ‘আমরা কৃষক, আমরা গর্বিত!’ তাই দলের সেরা খেলোয়াড়কে ডিম বা অন্য স্থানীয় কৃষিপণ্য উপহার দেওয়াটা একধরনের রীতি হয়ে উঠেছে।
ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ডের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল এই ব্রাইন এফকে ক্লাব থেকেই। দীর্ঘ ২২ বছর পর ২০২৪ সালে তারা আবার ফিরে এসেছে নরওয়ের শীর্ষ লিগে, যেখানে তারা দ্বিতীয় বিভাগে ভালেরেঙ্গার ঠিক পিছনেই রানার্স-আপ হয়ে উঠেছিল।
এখন প্রশ্ন হলো, পরবর্তী ম্যাচে ব্রাইনের সেরা খেলোয়াড় কী পাবেন? ৬ এপ্রিল ক্রিস্টিয়ানসুন্দের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাইন এফকে ঘোষণা দিয়েছে—এইবার ডিম নয়, বরং বিজয়ী ফুটবলার পাবেন স্থানীয় খামারের খাঁটি দুধের কার্টন! মাঠের লড়াইয়ের পাশাপাশি ব্রাইনের এই মজার ট্র্যাডিশনও এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।
Jan de Boer ble kåret til Brynes beste mot Bodø/Glimt og fikk reise hjem med bestemannspremien som denne kampen var fire brett med egg fra Steinsland & Co pic.twitter.com/ozzbZSFKaK— Bryne FK (@Bryne_FK) March 30, 2025