পেরির পর ডুয়া লিপার কনসার্টে হিমি

8 hours ago 5
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে অবস্থান করছেন কানাডায়। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। যার ছবি সামাজিক মাধ্যমে নিজের ভক্তদের সঙ্গেও শেয়ার করছেন তিনি। সেখান থেকেই জানা গেল হিমি এবার ব্রিটিশ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপার কনসার্ট উপভোগ করেছেন। দুয়া লিপা তার র‍্যাডিক্যাল অপটিমিজম ট্যুর-এর অংশ হিসেবে কানাডায় ১ ও ২ সেপ্টেম্বর দুটি শো করেছেন। আর সেই শো দেখতেই টরন্টোর, অন্টারিওর স্কশিয়াব্যাংক অ্যারেনায় যান তিনি। যার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী।  এর আগে হিমি বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির লাইফটাইম ট্যুর কনসার্ট দেখে ছিলেন। যা নিয়ে গত ৬ আগস্ট হিমি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু ঝলমলে মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি তার ভাইয়ের সঙ্গে দারুণ ফুরফুরে মেজাজে উপভোগ করছেন এই আন্তর্জাতিক আয়োজন। অভিনয়ের পাশাপাশি হিমি সবসময় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন। সেই ধারাবাহিকতায় কানাডা সফরের শুরু থেকে একের পর এক মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করে চলেছেন হিমি।
Read Entire Article