কুমিল্লায় প্রিমিয়ার লিগে আবাহনী-ফর্টিসের ম্যাচ। ঢাকায় মতিঝিলে মোহামেডান ক্লাব টেন্টে কোচ আলফাজ আহমেদ, ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব এবং অন্যরা বসে খেলা দেখছেন ল্যাপটপে, কেউ মোবাইল ফোনে। শ্বাসরুদ্ধকর অপেক্ষা। আবাহনী যদি হেরে যায় তাহলে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হবে। সবার চোখ কুমিল্লায় আবাহনী-ফর্টিস ম্যাচের ওপর।
কোচ আলফাজের রুমের বাইরে বুরকিনা ফাসোর ফুটবলার মুনজির কুলিদিয়াতি এবং মালির... বিস্তারিত