পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে এ হামলা ঘটে। এতে মোট ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে। হামলায় তিন এফসি সদস্যও নিহত হন এবং আরও দুজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে সদর-কোহাট রোডে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান পরিচালনা করছে। এদিকে পেশোয়ারের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে এ হামলা ঘটে। এতে মোট ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে। হামলায় তিন এফসি সদস্যও নিহত হন এবং আরও দুজন আহত হয়েছেন।

সকাল ৮টার দিকে সদর-কোহাট রোডে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান পরিচালনা করছে।

এদিকে পেশোয়ারের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow