পেশোয়ারকে বিদায় করে প্লে-অফে সাকিবের লাহোর

3 months ago 12

পাকিস্তানে সুপার লিগে (পিএসএল) আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেললেও লাহোর কালান্দার্সের হয়ে গতকাল রোববারই প্রথম খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে লাহোরের জার্সিতে অভিষেকে ব্যাটে-বলে চরম ব্যর্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার।

ব্যাট করতে নেমে মেরেছেন গোল্ডেন ডাক (১ বলে ০)। আর বল হাতে ২ ওভার করে ১৮ রান খরচায় কোনো উইকেট পাননি। তবে নিষ্প্রভ থাকার দিনেও আলো ছড়িয়েছে লাহোর। পেশেয়ারকে বিদায় করে প্লে-অফে উঠেছে সাকিবের দল।

রোববার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে লাহোর। জবাবে বাবর আজমের দল পেশেয়ার নির্ধারিত ১৩ ওভারে তুলতে পারে ৮ উইকেটে ১২৩ রান। এতে ২৬ রানের জয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর।

সাকিব ব্যাট হাতে নামেন লাহোরের ব্যাটিং লাইনআপের সাত নম্বরে। নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি। সাকিবের মিডলস্টাম্প উপড়ে ফেলেন আহমেদ দানিয়েল।

লাহোরের হয়ে ফখর জামান ৩৬ বলে ৬০, মোহাম্মদ নাইম ১০ বলে ২২, আসিফ আলী ৬ বলে ১৮ ও কুশল পেরো ৮ বলে ১৭ রান করেন।

আর পেশোয়ারের হয়ে দানিয়েল স্যামস ১৪ বলে ২৬, আহমেদ দানিয়েল ১৪ বলে ২৪, আব্দুল সামাদ ১০ বলে ১৭ ও বাবর আজম ১৩ বলে ১৬ রান করেন।

লাহোরকে ম্যাচ জেতাতে বড় অবদান রাখেন সালমান মির্জা। ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি।

এমএইচ/জেআইএম

Read Entire Article