পেসারদের দাপটে পার্থে ভাঙল ৭২ বছরের রেকর্ড

5 hours ago 3
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের ম্যাচের প্রথম দিনটি ক্রিকেটপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক দিন হয়ে রইল। ব্যাটারদের জন্য কঠিন এই পিচে প্রথম দিনেই মোট ১৭টি উইকেট পড়েছে, যা অস্ট্রেলিয়ায় ১৯৫২ সালের পর প্রথম দিনের সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড। শুক্রবার (২২ নভেম্বর) ভারত টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। জশ হ্যাজেলউড চারটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। তবে অভিষিক্ত নীতিশ রেড্ডি ও ঋষভ পান্তের ৪৮ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের জন্য কিছুটা আশা জাগিয়েছিল। নীতিশ ও ঋষভ ছাড়া ভারতের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। প্রথম দুই সেশনে দাপট দেখানোর পর তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া মুখ থুবড়ে পড়ে। বোলিংয়ে এসেই ভারতের বোলাররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। রোহিতের বদলে এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা জাসপ্রিত বুমরাহ চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই চাপে ফেলে দেন। তার সঙ্গে হর্ষিত রানা ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে ৬৭/৭-এ আটকে দিন শেষ করে দেন। এই ম্যাচে পিচের অবস্থা ব্যাটারদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বল ০.৭৯৩ ডিগ্রি সিমিং করছে, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২০২২ সালে ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচের পর এটিই সবচেয়ে কঠিন পরিস্থিতি। সে ম্যাচ দুই দিনে শেষ হয়েছিল- অবস্থা দেখে মনে হচ্ছে পার্থ টেস্টও সেদিকে যাচ্ছে। অস্ট্রেলিয়া এখনো ৮৩ রানে পিছিয়ে রয়েছে এবং দ্বিতীয় দিনেও এই বোলার-প্রধান লড়াই অব্যাহত থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সংক্ষিপ্ত স্কোর: ভারত : ১৫০/১০ ( নীতিশ রেড্ডি ৪১, পান্ত ৩৭, হ্যাজেলউড ৪/১৯) অস্ট্রেলিয়া : ৬৭/৭ ( ক্যারি ১৯*, হেড ১১. বুমরা ৪/১৭)  
Read Entire Article