‘মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলা আগুনে একে একে ৪৬ জনের মৃত্যু। সে দিন রাতে বাঁচার জন্য মানুষের চিৎকার, শিশুদের কান্না এখনও কানে বাজে। রাস্তা দিয়ে চলাচল করার সময় পোড়া এই ভবন দেখলেই আঁতকে উঠি।’ বেইলি রোড অবস্থিত গ্রিন কোজি কটেজের ভয়াবহতা নিয়ে এভাবেই বাংলা ট্রিবিউনকে বলছিলেন বিদেশি একটি এনজিওর কর্মকর্তা আমজাদ হোসেন।
তিনি বলেন, ‘এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরও সরকারের উচ্চপর্যায়ের কারও টনক... বিস্তারিত