পোশাককর্মী হত্যায় গ্রেফতার দেখানো হলো আছাদুজ্জামান মিয়াকে

1 month ago 20

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় পোশাককর্মী আজিজকে গুলি করে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সজল চন্দ্র পাল।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব। পরদিন ১২ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেএ/বিএ/এএসএম

Read Entire Article