পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে হবে : আমীর খসরু

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশনকেই তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, যারা ব্যালট পেপার ছাপিয়েছে, তারা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। যাতে করে আগামীতে কোনো প্রশ্ন না ওঠে। আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রবাসীসহ ৯৫ হাজারের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে। নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারণে চট্টগ্রামে আসনগুলোয় পোস্টাল ভোট কতটা গুরুত্বপূর্ণ হয়

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে হবে : আমীর খসরু

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশনকেই তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা ব্যালট পেপার ছাপিয়েছে, তারা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। যাতে করে আগামীতে কোনো প্রশ্ন না ওঠে। আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রবাসীসহ ৯৫ হাজারের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে। নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারণে চট্টগ্রামে আসনগুলোয় পোস্টাল ভোট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা আলোচনা চলছে। তবে কিছু আসনে এই ভোট ফল নির্ধারণের নিয়ামক হয়েও উঠতে পারে।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর উনারা (কমিশন) দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, উনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, তবে এ দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow