পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের প্রায় ৮৭ হাজার প্রবাসী
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী এবং এবং দেশের কারাবন্দি, নির্বাচন কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও আনসার ও ভিডিপি সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি রাত ১২টায় নির্ধারিত সময়ের মধ্যে শুধু বরিশাল বিভাগের ছয় জেলা থেকেই পোস্টাল ভোটের জন্য আবেদন করা মোট ৮৬ হাজার ৭১৬ প্রবাসীর আবেদন অনুমোদন করা হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৮০১ জন। এখনো অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছেন ৩৭৫ জন। এছাড়া ৫৭ হাজার ২৯৩ জন সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা, কারাবন্দি এবং আনসার ও ভিডিপি সদস্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হয়েছেন। এর মধ্যে কারাবন্দি ৩৪৬, আনসার ও ভিডিপি ৭৫৪, নির্বাচনী কর্মকর্তা ১২ হাজার ৪৭৭, সরকারি চাকরিজীবী ৪৩ হাজার ৭১৬ জন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বরিশাল জেলা থেকে ২৯ হাজার ৪৭৭ জন প্রবাসীর প
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী এবং এবং দেশের কারাবন্দি, নির্বাচন কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও আনসার ও ভিডিপি সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি রাত ১২টায় নির্ধারিত সময়ের মধ্যে শুধু বরিশাল বিভাগের ছয় জেলা থেকেই পোস্টাল ভোটের জন্য আবেদন করা মোট ৮৬ হাজার ৭১৬ প্রবাসীর আবেদন অনুমোদন করা হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৮০১ জন। এখনো অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছেন ৩৭৫ জন।
এছাড়া ৫৭ হাজার ২৯৩ জন সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা, কারাবন্দি এবং আনসার ও ভিডিপি সদস্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হয়েছেন। এর মধ্যে কারাবন্দি ৩৪৬, আনসার ও ভিডিপি ৭৫৪, নির্বাচনী কর্মকর্তা ১২ হাজার ৪৭৭, সরকারি চাকরিজীবী ৪৩ হাজার ৭১৬ জন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বরিশাল জেলা থেকে ২৯ হাজার ৪৭৭ জন প্রবাসীর পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৮২৮ জন এবং নারী ৭ হাজার ৬৪৯ জন। অনুমোদনের অপেক্ষায় আছে আরও ১৫৮ জন। ভোলা জেলার মোট ১৪ হাজার ৮২৩ জন প্রবাসীর পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৫৪ জন এবং নারী ১ হাজার ৯৬৯ জন। অনুমোদনের অপেক্ষায় আছে আরও ৯৭ জন। পিরোজপুর জেলার মোট ১১ হাজার ৮৩৪ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫৬৯ জন এবং নারী ২ হাজার ২৬৫ জনের নিবন্ধন সম্পন্ন সম্পন্ন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছেন আরও ৪৩ জন প্রবাসী। পটুয়াখালী জেলার মোট ১১ হাজার ৭৫৪ জন প্রবাসীর মধ্যে পুরুষ ৯ হাজার ৪১৭ জন ও নারী ২ হাজার ৩৩৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছে ৫৩ জন। বরগুনা জেলার ১১ হাজার ৩২৭ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৩৩২ জন এবং নারী ২ হাজার ৯৯৫ জন। অনুমোদনের অপেক্ষায় আরও ৫২ জন। এছাড়া ঝালকাঠি জেলায় মোট ৭ হাজার ৫০১ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯১৫ জন এবং ১ হাজার ৫৮৬ জন নারী প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আরও ২৩ জন।
এছাড়া বরিশাল জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৪ হাজার ৮৮০ জন, সরকারি চাকরিজীবী ১৪ হাজার ৬৮৭ জন, আনসার ও ভিডিপি ১৯৯ জন, কারাবন্দি ১২২ জনসহ মোট ১৯ হাজার ৮৮৮ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮১২ জন এবং নারী ভোটার ৭ হাজার ৭৬ জন। ভোলা জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৮৪৯ জন, সরকারি চাকরিজীবী ৬ হাজার ৫২৭ জন, আনসার ও ভিডিপি ৭৭ জন, কারাবন্দি ৬০ জনসহ মোট ৮ হাজার ৫০৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৮২ জন এবং নারী ভোটার ১ হাজার ৮২৪ জন। পটুয়াখালী জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৮৩১ জন, সরকারি চাকরিজীবী ৭ হাজার ৮০ জন, আনসার ও ভিডিপি ২০ জন, কারাবন্দি ৩৯ জনসহ মোট ৮ হাজার ৯৭০ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৫৪ জন এবং নারী ভোটার ২ হাজার ২১৬ জন। বরগুনা জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৯৮০ জন, সরকারি চাকরিজীবী ৬ হাজার ১৬৫ জন, আনসার ও ভিডিপি ৩৩ জন, কারাবন্দি ৪৭ জনসহ মোট ৮ হাজার ২২৫ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩০৫ জন এবং নারী ভোটার ২ হাজার ৯২০ জন।
পিরোজপুর জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ২৮৩ জন, সরকারি চাকরিজীবী ৫ হাজার ৩৭৫ জন, আনসার ও ভিডিপি ৪৩২ জন, কারাবন্দি ৫০ জনসহ মোট ৭ হাজার ১৪০ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯ জন এবং নারী ভোটার ২ হাজার ১৩১ জন। ঝালকাঠি জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৫৪ জন, সরকারি চাকরিজীবী ৩ হাজার ৮৮২ জন, আনসার ও ভিডিপি ১৩ জন, কারাবন্দি ২৮ জনসহ মোট ৮ হাজার ২২৫ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৪৯০ জন এবং নারী ভোটার ১ হাজার ৪৮৭ জন।
অপরদিকে, বরিশাল জেলায়র সংসদীয় ছয়টি আসন থেকে প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। আসনভিত্তিক নিবন্ধনের সংখ্যা- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে ৪ হাজার ৫১৬ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে ৫ হাজার ১০৯ জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) থেকে ৪ হাজার ৬৭২ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) থেকে ৪ হাজার ৪৭৮ জন, বরিশাল-৫ (বরিশাল সিটি করপোরেশন-সদর) থেকে ৬ হাজার ৭৩৭ জন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে ৩ হাজার ৮৮৬ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
ইসি সূত্রে আরও জানা গেছে, বিশ্বের ৪০টি দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশ।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন শেষ হয়েছে। আমরা প্রথমবার হিসেবে মোটামুটি ভালো সাড়া পেয়েছি।
What's Your Reaction?