পোস্টাল ভোটের গোপনীয়নতা ভঙ্গ করলেই এনআইডি ব্লক: ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ভোটের গোপনীয়তা রক্ষা না করলে এনআইডি ব্লক করে দিবে নির্বাচন কমিশন (ইসি) রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান,পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য ভোটারকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা না দিলে ওই ভোট গণনায় আসবে না। যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হবে। প্রয়োজনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ভোটের গোপনীয়তা রক্ষা না করলে এনআইডি ব্লক করে দিবে নির্বাচন কমিশন (ইসি) রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান,পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য ভোটারকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা না দিলে ওই ভোট গণনায় আসবে না। যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হবে। প্রয়োজনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ 'পোস্টাল ভোট বিডি'- অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিজেদে ভোটাধিকার প্রয়োগ করবেন। এক্ষেত্রে ইতোমধ্যে প্রবাসীদের ঠিকানা ব্যালট পাঠানো শুরু হয়েছে। যা কয়েক ধাপে পাঠানো হবে। আর আগামী ২২ জানুয়ারি থেকে কয়েকধাপে তা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌছানো হবে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১ টা ৫০ পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছন ১৩ লাখ ১৯ হাজার ৮১৩ জন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
What's Your Reaction?