পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

1 month ago 18

 

চুয়াডাঙ্গা পৌরসভার সৌর ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ল্যাম্পপোস্টটি মাটি খুঁড়ে তুলে বাড়িতে নিয়ে যান জুয়েল রানা।

তালতলা এলাকার বটতলা মোড়ে সৌর ল্যাম্পপোস্টটি স্থাপন করেছিল পৌরসভা। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা বলেন, ‘ল্যাম্পপোস্টটি আমার জমিতে স্থাপন করা হয়েছিল। সিঁড়িঘর নির্মাণের জন্য ল্যাম্পপোস্টটি তুলেছি। এটি আবার পুঁতে দেবো।’

চুয়াডাঙ্গা পৌরসভার সচিব এসএম রেজাউল করিম বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া কেউ ল্যাম্পপোস্ট সরিয়ে নিতে পারেন না। এটি সরকারি সম্পদ।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হুসাইন মালিক/এসআর/জেআইএম

Read Entire Article